শনিবার ১ এপ্রিল ২০২৩
১৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
 
ডিজিকে হাইকোর্টে তলবের পর
বিভিন্ন কারাগারে ৯০ চিকিৎসককে পদায়ন
প্রকাশ: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩, ১১:৩৭ এএম
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে (ডিজি) হাইকোর্টে তলবের পরপরই দেশের কেন্দ্রীয় ও জেলা কারাগারগুলোয় মোট ৯০ জন চিকিৎসককে পদায়ন করা হয়েছে। তাদের আগামী তিন দিনের মধ্যে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশনাও দেওয়া দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব চিকিৎসক সংযুক্তিতে জেলার কেন্দ্রীয় কারাগার বা জেলা কারাগার হাসপাতলে কাজ করবেন।

তবে, যারা অর্জিত ছুটি, মাতৃত্বকালীন ছুটি, বুনিয়াদী প্রশিক্ষণে রয়েছেন তারা ছুটি ভোগ বা বুনিয়াদী প্রশিক্ষণ শেষে ছাড়পত্র গ্রহণ পূর্বক পদায়িত কর্মস্থলে যোগদান করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পদায়ন, বদলিকৃত পদে বা পদ সমূহে কোনও কর্মকর্তা মুভইন না করা অবস্থায় কর্মরত থাকলে তিনি পরবর্তী পদায়নের নিমিত্তে সংশ্লিষ্ট বিভাগে ন্যস্ত হবেন। এ নির্দেশনা জারির ২ (দুই) কর্ম দিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের দায়িত্বভার হস্তান্তর করবেন। না হলে ৩ (তিন) দিনের দিন হতে সরাসরি অবমুক্ত হয়েছেন বলে ধরে নেওয়া হবে।

এর আগে, ৪৮ চিকিৎসক নিয়োগের নির্দেশ পালন না করায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমকে তলব করেন হাইকোর্ট। মঙ্গলবার আদালতে হাজির হলে আগামী ২৪ জানুয়ারি এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে মহাপরিচালককে। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ এই আদেশ দেন।

কারা হাসপাতালে শূন্য পদে চিকিৎসক নিয়োগ দিতে আইনজীবী জে আর খান রবিন ২০১৯ সালে রিট করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে সারা দেশের কারাগারে বন্দীদের ধারণ ক্ষমতা, বন্দী ও চিকিৎসকের সংখ্যা এবং চিকিৎসকের শূন্যপদের তালিকা দাখিলের নির্দেশ দিয়ে রুল জারি করেন হাইকোর্ট।

ডিএস/এআই




ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন





সর্বশেষ সংবাদ  
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত  
ভারপ্রাপ্ত সম্পাদক : মিরাজুল ইসলাম
৭৯/২, নাজিরাবাজার লেন, বংশাল, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: ৮৮-০২-৪৭১২১১১১, ০১৯৭৪-৫৬৪৯৮৭, ই-মেইল : dhakastate.news@gmail.com
কপিরাইট © ঢাকা স্টেট সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft