ববিতে সমকাল সুহৃদ সমাবেশ কতৃক অনুষ্ঠিত হল ‘সুহৃদ কুয়াশা উৎসব’
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩, ৭:৩৫ পিএম
|
![]() বরিশাল বিশ্ববিদ্যালয় সমকাল সুহৃদ সমাবেশ শীতকে উৎযাপন করতে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজন করা হয় ‘সুহৃদ কুয়াশা উৎসব-২০২৩’। অনুষ্ঠানে গান, নাচ, চিঠি ও কবিতা আবৃতির পাশাপাশি ছিল বাহারি সব শীতের পিঠার আয়োজন। পুরো অনুষ্ঠানের কবিতা, গান ও নাচে ক্যাম্পাস মেতে ছিলো। অনেক দিনপর ক্যাম্পাস প্রাণ ফিরে পেয়েছিলো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বিশ্ববিদ্যালয়ের সুহৃদ সমাবেশের সভাপতি তৌফিক ওহীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম, সুহৃদ সমাবেশের প্রধান উপদেষ্টা এবং কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারনিং বিভাগের সহকারী অধ্যাপক মো. রাহাত হোসাইন ফয়সাল, ইংরেজি বিভাগে সহকারী অধ্যাপক ও শিক্ষক সমিতির সভাপতি মো. আরিফ হোসেন। অনুষ্ঠানের ইভেন্ট পার্টনার হিসেবে ছিল রংধনু বরিশাল বিশ্ববিদ্যালয়। ডিএস/ এম আই |