মেট্রোরেলে পল্লবী স্টেশন থেকে ওঠা যাবে বুধবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ৭:১৪ পিএম
|
![]() উত্তরা থেকে আগারগাঁও অংশে চালু হওয়া মেট্রোরেলে এবার পল্লবী স্টেশন থেকে যাত্রীরা ট্রেনে উঠতে পারবে আগামীকাল বুধবার (২৪ জানুয়ারি) থেকে। মেট্রোরেলের কর্মকর্তারা জানিয়েছেন, পল্লবী স্টেশনে ট্রেন থামা ও যাত্রীসেবার জন্য সব ধরনের ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। যাত্রীরা পল্লবী থেকে আগারগাঁও ও উত্তরা উভয় দিকেই যাতায়াত করতে পারবে। এছাড়া বুধবার থেকে মেট্রোরেল চলাচলের সময়েও কিছুটা পরিবর্তন করা হয়েছে। এ দিন সকাল ৮টার পরিবর্তে সাড়ে ৮টা থেকে চলাচল করবে। চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। যাত্রীদের জন্য গেট খোলা হবে ৮টা থেকে। আর বন্ধ হবে দুপুর ১২টায়। তথ্যমতে, উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা সরকারের। তবে আপাতত উত্তরা থেকে আগারগাঁও ১১ দশমিক ৭৩ কিলোমিটার পর্যন্ত মেট্রো চলবে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মোট ৯টি স্টেশন রয়েছে। সেগুলো হলো উত্তরা উত্তর (দিয়াবাড়ী), উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও। উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ জনগণের জন্য খুলে দেওয়া হয়েছে। ডিএস/এআই |