শনিবার ১ এপ্রিল ২০২৩
১৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
 
নাশকতা মামলায় নড়াইল জেলা বিএনপির সম্পাদকসহ ৪২ জন কারাগারে
ফরহাদ খান, নড়াইল
প্রকাশ: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩, ৬:০৪ পিএম
নড়াইলে দু’টি নাশকতার মামলায় জেলা বিএনপির সহসভাপতি ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী মন্ডল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জসহ ৪২জন নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আলমাচ হোসেন মৃধা এ আদেশ দেন।  

নড়াইল জেলা জজকোর্টের পিপি অ্যাডভোকেট এমদাদুল ইসলাম জানান, গত ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ উপলক্ষ্যে সারা দেশের ন্যায় নড়াইলের চারটি থানার বিভিন্ন এলাকায় ৩ ডিসেম্বর বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টির চেষ্টা করে বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে এবং বিষ্ফোরক আইনে চার থানায় পৃথক চারটি মামলা দায়ের করে পুলিশ।

এ মামলা দায়েরের পর আসামিরা হাইকোর্টে জামিন আবেদন করলে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হওয়ার আদেশ প্রদান করেন হাইকোর্ট।

এদিকে, গত মঙ্গলবার (২৪ জানুয়ারি) অপর দু’টি মামলায় ৪৬জন বিএনপির নেতাকর্মীর জামিন আবেদন করলে তা না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন একই আদালতের বিচারক।

ডিএস/ এম আই




ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন





সর্বশেষ সংবাদ  
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত  
ভারপ্রাপ্ত সম্পাদক : মিরাজুল ইসলাম
৭৯/২, নাজিরাবাজার লেন, বংশাল, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: ৮৮-০২-৪৭১২১১১১, ০১৯৭৪-৫৬৪৯৮৭, ই-মেইল : dhakastate.news@gmail.com
কপিরাইট © ঢাকা স্টেট সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft