জামায়াত নেতা-কর্মীদের নামে মামলা, গ্রেফতার ১০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩, ৬:১৪ পিএম
|
![]() জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের নামে মামলা করেছে পুলিশ। রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা করা হয় । এ ঘটনায় দলটির ১০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) মিরপুর ১০ গোল চত্বর এলাকা থেকে শেওরাপাড়া পর্যন্ত বিক্ষোভ মিছিল করে জামায়াত। এ সময় দলটির নেতাকর্মীদের হামলায় কাফরুল থানার তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানায় পুলিশ। মামলায় ৪২ জন ঢাকা মহানগর উত্তর জামায়াত শিবির নেতা-কর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও তিন-চারশ’ জনকে আসামি করা হয়েছে। এসআই শ্যামল কুমার হালদার বাদি হয়ে মামলাটি (নং-৩১) দায়ের করেন। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, যানচলাচল বিঘ্ন ঘটিয়ে মঙ্গলবার দুপুরে জামায়াত বিক্ষোভ মিছিল ও সমাবেশের নামে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছিল। সেখানে পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদের ওপর হামলা চালানো হয়। পুলিশের ওপর হামলা, পুলিশের কর্তব্য কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মহানগর উত্তর জামায়াতের আমীর সেলিম উদ্দিন ভুইয়া ও সেক্রেটারি ড. রেজাউল করিমসহ ৪২ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৪ শ’ জনকে আসামি করে মামলা হয়েছে। এ মামলায় জামায়াতের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ডিএস/এআই |