ডোমারে গ্রাম পুলিশ ও পাহাড়াদারদের মাঝে পুলিশের কম্বল বিতরণ
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩, ৬:৩২ পিএম
|
![]() নীলফামারীর ডোমার উপজেলায় গ্রাম পুলিশ ও পাড়া মহল্লার পাহাড়াদারদের মাঝে কম্বল বিতরণ করেছে থানা পুলিশ। সোমবার(৩০জানুয়ারী) বিকালে থানা চত্ত্বরে কম্বল বিতরণ অনুষ্ঠানটির আয়োজন করে ডোমার থানা পুলিশ। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার(ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ। এসময় পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম উপস্থিত ছিলেন। সহকারী পুলিশ সুপার আলী মোহাম্মদ আব্দুল্লাহ গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, উপজেলার প্রতিটি প্রবেশ পথে সারারাত পাহাড়া দিতে হবে। সন্দহজনক কোন কিছু দেখলে থামিয়ে পুলিশকে খবর দিতে হবে। পুলিশ দ্রুত পৌঁছে ব্যবস্থা গ্রহণ করবে। তিনি আরও বলেন, কোন গ্রাম পুলিশ যদি চোর ধরে তাকে পুরস্কার দেওয়া হবে। আর যে যে ইউনিয়নে মাসে একটিও চুরি হবে না। সেখানকার গ্রাম পুলিশদেরও পুরস্কার দেওয়া হবে। ডিএস/ এম আই |