শনিবার ১ এপ্রিল ২০২৩
১৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
 
চট্টগ্রামে সন্ত্রাসী হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩, ৮:২৪ পিএম
চট্টগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ এলজিইডির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে সোমবার (৩০জানুয়ারি) বিকাল ৩টায়  কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মোজাহার আলী প্রামানিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা-উপজেলার বিভিন্ন প্রকৌশলীরা।

মানববন্ধনে এলজিইডির প্রকৌশলীরা বলেন, রোববার বিকেলে নগরের টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী ভবনের চারতলায় প্রকল্প পরিচালক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানী সরকারি দায়িত্ব পালন করার সময় কয়েকজন ঠিকাদার অতর্কিতভাবে হামলা করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে।

এ সময় প্রকৌশলীরা মানববন্ধনে কয়েকটি দাবি তুলে ধরে বলেন, সম্পূর্ণ বেআইনিভাবে নির্বাহী প্রকৌশলী গোলাম ইয়াজদানীকে শারীরিকভাবে লাঞ্ছনা করায় দোষী সকলকে দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে। জড়িত ঠিকাদারদের লাইসেন্স বাতিলসহ আজীবন কালো তালিকাভুক্ত করতে হবে। একইসঙ্গে, সারাদেশে ঘটে যাওয়া বিগত দিনে এলজিইডির প্রকৌশলীদের ওপর হামলার বিচার নিশ্চিত করতে হবে। এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি যাতে না ঘটে সরকারের সার্বিক উন্নয়ন কার্যক্রমকে নির্বিঘ্ন রাখতে এলজিইডির মাঠ পর্যায়ের প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চয়তায় সার্বক্ষণিক গানম্যান দিতে হবে এবং নির্বাহী প্রকৌশলীদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার দাবিও জানান তারা।

ডিএস/ এম আই




ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন





সর্বশেষ সংবাদ  
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত  
ভারপ্রাপ্ত সম্পাদক : মিরাজুল ইসলাম
৭৯/২, নাজিরাবাজার লেন, বংশাল, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: ৮৮-০২-৪৭১২১১১১, ০১৯৭৪-৫৬৪৯৮৭, ই-মেইল : dhakastate.news@gmail.com
কপিরাইট © ঢাকা স্টেট সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft