ববির বঙ্গবন্ধু হলের খাবারে মেটাল, শিক্ষার্থীদের ক্ষোভ
মো. সাইফুল ইসলাম হৃদয় (ববি)
প্রকাশ: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩, ৮:৩৫ পিএম
|
![]() বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বঙ্গবন্ধু হলের খাবারে মেটাল পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার (২৯ জানুয়ারী) দুপুরে এই ঘটনা ঘটে। রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে সুমন নামের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী খাবার খেতে গেলে ভাতের সঙ্গে এই মেটালটি দেখতে পায় বলে জানা যায়। পরে ওই শিক্ষার্থীর সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগেও এরকম ঘটনা আরও ঘটেছে বলে জানান হলের আবাসিক শিক্ষার্থীরা। উক্ত ঘটনায় শিক্ষার্থীরা প্রসাশনের উদাসীনতা ও ক্যান্টিন পরিচালকের গাফিলতিকে দায়ী করছে। এ বিষয়ে বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী আসাদুজ্জামান আসাদ বলেন, মাঝেমধ্যে ভাতে বালু সাদৃশ্য ময়লা পাওয়া যায় এবং মেটাল জাতীয় পদার্থ পাওয়া যায় ৷ পরিষ্কার পরিছন্নতার অভাব ও ভালোভাবে চাল না ধোঁয়ায় এমন পদার্থগুলো খাবারে পাওয়া যায় ৷ মাঝেমধ্যে মাছের কোয়ালিটিও ভালো থাকেনা। অভিযোগ দিলে সাময়িক সরিয়ে নেয় ৷ কিন্তু স্থায়ী কোন সমাধান হই না ৷ আগামীকাল প্রোভোস্ট স্যার বরাবর লিখিত দিব বিষয়টি নিয়ে ৷ আরেক শিক্ষার্থী শামীম আহসান বলেন, হলগুলোর খাবারে ভেতর মেটাল ও মাজনের ক্ষুদ্রক্ষুদ্র অংশ পাওয়া যায় ৷ কিছুদিন আগে বঙ্গবন্ধু হলে খাবার খেতে গেলে খাবারের এসব মেটাল ও মাজনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ খাবারের ভেতর পাই ৷ ক্যান্টিনের বয়কে জানালে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিলে স্থায়ী কোন সমাধান লক্ষ্য করা যায়নি ৷ বিষয়টি নিয়ে ক্যান্টিন পরিচালক সাকিব বলেন, আমরা অনেক লোকের খাবার তৈরী করি ৷ চেষ্টা করি যাতে এমন না ঘটে, তারপরও ভুলত্রুটি হয়ে যায় ৷ পরবর্তী এমন যেন না ঘটে সে বিষয়ে আমরা আরও সতর্কবান হব ৷ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডা. তানজিল জামান বলেন, এ ধরণের মেটাল খাবার হিসাবে গ্রহণ করলে তীব্র পেটব্যাথা, ডাইরিয়া হওয়ার সম্ভাবনা আছে ৷ এ বিষয়ে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মো. আরিফ হোসেন এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এমন কোন বিষয় আমাকে জানানো হয়নি বা কেউ এখনো লিখিত কোনো অভিযোগ দেয়নি। যদি এমন ঘটনা ঘটে তাহলে ব্যাবস্থা গ্রহন করা হবে। উল্লেখ্য, কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটিয়ার খাবারে পলিথিন পাওয়া যায়। এর রেশ কাটতে না কাটতেই আবারও এমন ঘটনা ঘটলো। ডিএস/ এম আই |