শনিবার ১ এপ্রিল ২০২৩
১৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
 
বাংলাদেশের ২১ শতাংশ গ্রাহক হারিয়েছে ফেসবুক
ঢাকা স্টেট ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১:২৫ পিএম
সাম্প্রতি এক প্রতিবেদনে ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছিল, বিশ্বে সক্রীয় ফেসবুক ব্যবহারকারীর তালিকায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। তবে পোল্যান্ড থেকে পরিচালিত এক গবেষণা বলছে বিগত ৬ মাসে বাংলাদেশে ফেসবুকের গ্রাহক সংখ্যা কমেছে প্রায় ২১ শতাংশ। 

সম্প্রতি পোল্যান্ডভিত্তিক সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং অ্যানালিটিকস প্ল্যাটফর্ম নেপোলিয়নক্যাট জানিয়েছে, বাংলাদেশে গত বছরের জুলাইয়ে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় ৫ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার। কিন্তু ৬ মাসের ব্যবধানে এ সংখ্যা প্রায় ১ কোটি ২৩ লাখ ৯৫ হাজার কমে এসেছে। চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় ৪ কোটি ৬৫ লাখ ৪৮ হাজার। 

এ প্ল্যাটফর্মটি জানিয়েছে, ২০২২ সালের জুলাইয়ের পর থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কমেছে। দেশটির মোট জনসংখ্যার ২৬ দশমিক ৬ শতাংশ ফেসবুক ব্যবহার করে। এর মধ্যে ফেসবুকে পুরুষ ব্যবহারকারীর সংখ্যাই বেশি, যা ৬৭ দশমিক ৯ শতাংশ। তবে বয়সের দিক দিয়ে ১৮ থেকে ২৪ বছর বয়সী ব্যবহার সংখ্যা সবচেয়ে বেশি, যা ৪৪ শতাংশ বা ২ কোটি।

ফেসবুক ছাড়াও নেপোলিয়নক্যাট টুইটার, ইনস্টাগ্রাম এবং লিংকডইনসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের ডেটা বিশ্লেষণ করে থাকে। প্ল্যাটফর্মটি জানিয়েছে, ফেসবুকের পাশাপাশি গত ৬ মাসে মেটার অন্য দুটি প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারেও বাংলাদেশের ব্যবহারকারীর সংখ্যা কমেছে।

এর মধ্যে ইনস্টাগ্রামের ব্যবহারকারীরা সংখ্যা কমেছে ৬ লাখ ৭০ হাজার আর মেসেঞ্জার ব্যবহারকারী কমেছে ১ কোটিও বেশি।

এদিকে বরাবরের মতোই বাংলাদেশে পেশাজীবীদের জন্য সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম লিঙ্কডইনের ব্যবহারকারী কম, যা আরও কমে এসেছে। লিংকডইন ব্যবহারকারীর সংখ্যা গত বছরের ডিসেম্বরে ৫০ লাখ ছিল, যা জানুয়ারিতে নেমেছে ১৮ লাখে।

একই তথ্য দিয়েছে বিভিন্ন দেশের অনলাইন ডেটা নিয়ে কাজ করা ডাটারিপোর্টাল। প্ল্যাটফর্মটির বলছে, বাংলাদেশে বিজ্ঞাপনদাতারা ফেসবুকে যত সংখ্যাক ব্যবহারকারীর কাছে পৌঁছাতে পারত, সেই সংখ্যা ২০২২ সালের অক্টোবর থেকে চলতি বছরের জানুয়ারির মধ্যে ৩৭ লাখ কমে গেছে।

অন্যদিকে সম্প্রতি মেটা জানিয়েছিল, গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে ফেসবুকে সক্রিয় ব্যবহারকারী দিক দিয়ে বাংলাদেশের অবস্থান তৃতীয়।

মেটার দেওয়া সেই তথ্যনুযায়ী দৈনিক ফেসবুকের সক্রিয়া গ্রাহকের তালিকায় থাকা শীর্ষ তিনটি দেশ ছিল যথাক্রমে ভারত, ফিলিপাইন ও বাংলাদেশ। 

ডিএস/এসএম




ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন





সর্বশেষ সংবাদ  
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত  
ভারপ্রাপ্ত সম্পাদক : মিরাজুল ইসলাম
৭৯/২, নাজিরাবাজার লেন, বংশাল, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: ৮৮-০২-৪৭১২১১১১, ০১৯৭৪-৫৬৪৯৮৭, ই-মেইল : dhakastate.news@gmail.com
কপিরাইট © ঢাকা স্টেট সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft