শনিবার ১ এপ্রিল ২০২৩
১৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
 
খরচ কমাতে ভারতে অফিস বন্ধ করলো টুইটার
ঢাকা স্টেট ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৪৬ পিএম
ভারতের এতদিন জনপ্রিয় আন্তর্জাতিক মাইক্রো ব্লগিং সাইট টুইটারের তিনটি কার্যালয় থাকলেও খরচ কমাতে প্রতিষ্ঠানটি দেশটির রাজধানী দিল্লি ও মুম্বাইয়ে থাকা তাদের দুটি কার্যালয়ই বন্ধ করে দিয়েছে। 

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি ও মুম্বাই অফিসের কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ভারতে টুইটারের তিনটি অফিসে প্রায় ২০০ জনের মতো কাজ করতেন। কিন্তু গত বছর মার্কিন ধনকুবের ইলন মাস্ক এটির মালিকানা কিনে নেওয়ার পরই প্রায় ৯০ শতাংশ কর্মীকে ছাঁটাই করা হয়।

পরিচয় গোপন রাখার শর্তে একটি সূত্র জানিয়েছে, টুইটার এখন শুধুমাত্র তাদের ব্যাঙ্গালুরু অফিস চালু রেখেছে। ওই অফিসে ইঞ্জিনিয়াররা কাজ করেন।

খরচ কমাতে ও ২০২৩ সালের মধ্যে টুইটারের আর্থিক পরিস্থিতি একটি স্থিতিশীল অবস্থানে নিয়ে আসতে বিশ্বজুড়ে টুইটারের অসংখ্য কর্মীকে ছাঁটাই করেছেন ইলন মাস্ক। এছাড়া বন্ধ করে দিয়েছেন অনেক অফিস।

এদিকে ভারতে রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ প্রায় সবাই টুইটার ব্যবহার করেন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রায় ৮ কোটি ৬৫ লাখ মানুষ টুইটে ফলো করেন। রাজনৈতিক বিতর্ক থেকে শুরু করে সবই আলোচিত হয় এই সাইটে। কিন্তু তা সত্ত্বেও ভারতের বাজার থেকে কাঙ্খিত লাভ পাচ্ছে না টুইটার।

ইলন মাস্ক মালিকানা কেনার পর টুইটারের সান ফ্রান্সিসকো এবং লন্ডন অফিসে প্রায় কয়েক মিলিয়ন ডলার অফিস ভাড়া বকেয়া পড়ে। ভাড়া পরিশোধে কয়েকবার টুইটারকে নোটিশও দেওয়া হয়েছে। এছাড়া অনেক সাব-কন্টাক্টরের অর্থও পরিশোধ করছে না তারা।

এসব অর্থের যোগান দিতে শেষ পর্যন্ত একটি পর্যায়ে বাধ্য হয়ে সান ফ্রান্সিসকোতে থাকা টুইটার কার্যালয়ের ফার্নিচার নিলামে তুলে বিক্রি করতে হয়েছিলো।

ডিএস/এসএম




ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন





সর্বশেষ সংবাদ  
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত  
ভারপ্রাপ্ত সম্পাদক : মিরাজুল ইসলাম
৭৯/২, নাজিরাবাজার লেন, বংশাল, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: ৮৮-০২-৪৭১২১১১১, ০১৯৭৪-৫৬৪৯৮৭, ই-মেইল : dhakastate.news@gmail.com
কপিরাইট © ঢাকা স্টেট সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft