বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩
১৩ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
 
ভেনিসে নাগরিক নিরাপত্তা ও জীবনযাত্রার মান উন্নয়নে মৌন মিছিল
ইতালি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৪৪ পিএম
হোটেল, বার, ব্যবসায়ীক প্রতিষ্ঠানসহ নাগরিক নিরাপত্তা ও জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে ইতালির ভেনিস শহরে ৮০ টি সংগঠনের উদ্যোগে প্রায় ৫ হাজার জনসাধারণের উপস্থিতিতে মৌন মিছিল সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৪ শে ফেব্রুয়ারি) সময় সন্ধ্যা সাড়ে ৬টায় মেস্ত্রে ট্রেন স্টেশন থেকে যাএা শুরু করে মেস্ত্রে পিয়াছছা ফেররেত্তো এসে মৌন মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। মৌন মিছিলটি মেস্ত্রে ট্রেন স্টেশন থেকে যাএা শুরু করে ভিয়া দান্তে এসে পৌঁছালে কিছু সময় অবস্থান করে। 

জানা যায়, ভিয়া দান্তের একটি সাইকেল চলাচলের রাস্তায় এক প্রবাসী আফ্রিকান পুরুষ সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এমতাবস্থায় ড্রাগ গ্রহন করে মাতাল হয়ে এক ইতালিয়ান ভূল পথে গাড়ি চালিয়ে সাইকেলের উপর উঠিয়ে দিলে ঘটনাস্থলেই আফ্রিকান নাগরিক মারা যায়।

এ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসীর স্বরণে সেখানে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এর পর মৌন মিছিলটি ভিয়া কাভাল্লত্তি হয়ে ভিয়া পিয়াভে অতিক্রম করে ভিয়া কারদুচ্চি থেকে ভিয়া রজা হয়ে পিয়াছছা ফেররেত্তো এসে মৌন মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

এসময় মৌন মিছিলে তিনটি দাবি উত্থাপন করাহয়- নিরাপত্তা রক্ষায় নজরদারি সংস্থা এবং অস্বস্তি প্রতিরোধের বিভিন্ন ধরণের সংস্থাগুলির মধ্যে বৃহত্তর সমন্বয় তৈরি করে সঠিক পরিচালনার মাধ্যমে অধিকতর নাগরিক সহযোগিতা বাস্তবায়ন। ভঙ্গুর অবস্থায় বিষয়গুলির সহায়তা এবং সামাজিক পুনর্বাসনের জন্য পরিষেবাগুলিকে শক্তিশালী করা, রাস্তার সামাজিক পরিষেবাগুলিকে শক্তিশালী করা এবং তরুণদের মাদকাসক্তি প্রতিরোধের বিষয়ে সচেতনতা ও প্রশিক্ষণ দেওয়া। বর্তমানে সরকারের অধীনস্ত যেসব  জায়গা, বাড়ি, ফ্ল্যাট, দোকান ইত্যাদি ব্যবহার করা হচ্ছে না তা স্বল্প আয়ের এবং উপযুক্ত মানুষদের মাঝে প্রদানের মাধ্যমে নাগরিক জীবনযাত্রার মান উন্নয়নে সঠিক পদক্ষেপ বাস্তবায়ন করা।

মৌন মিছিলে প্রস্তাবিত তিনটি দাবি সরকারের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করে কার্যকরী পদক্ষেপ গ্রহন করা হলে নাগরিক নিরাপত্তা ও জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক ভুমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন মৌন মিছিলে আসা উপস্থিত সবাই।

ডিএস/ এম আই




ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন





সর্বশেষ সংবাদ  
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত  
ভারপ্রাপ্ত সম্পাদক : মিরাজুল ইসলাম
৭৯/২, নাজিরাবাজার লেন, বংশাল, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: ৮৮-০২-৪৭১২১১১১, ০১৯৭৪-৫৬৪৯৮৭, ই-মেইল : dhakastate.news@gmail.com
কপিরাইট © ঢাকা স্টেট সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft