শনিবার ১ এপ্রিল ২০২৩
১৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
 
অস্কার জিতল নাট্টু নাট্টু
ঢাকা স্টেট ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ১১:০৭ এএম
ভারতের দক্ষিণী সিনেমার পরিচালক রাজামৌলির সিনেমা ‘আরআরআর'- এর হাত ধরে তেলেগু সিনেমায় মিললো প্রথম অস্কার। এবার অস্কারের মঞ্চে এই সিনেমার ‘নাটু নাটু’ গানটি পেল ‘বেস্ট অরিজিন্যাল সং’ বা সেরা মৌলিক গানের সম্মান।

পুরো ভারতের ফ্লিম ইন্ডাস্ট্রির ইতিহাসে এবারই প্রথমবারের মতো অস্কারে কোনো গান সেরা অরিজিনাল গানের ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল। আর প্রথম মনোনয়নেই পুরস্কার জিতে নিয়েছে দেশটি।

নাট্টু নাট্টু গানটির সুরকার এমএম কেরাভানি ও  গীতিকার চন্দ্রবোস পুরস্কার গ্রহণ করেন। সুরকার এমএম কেরাভানি দর্শকদের উদ্দেশ্যে বলেছেন, ‘আমি কারপেন্টারদের গান শুনে বড় হয়েছি। আর এখন আমি অস্কার হাতে দাঁড়িয়ে।’

তিনি আরও বলেছেন, ‘আমার মাথায় শুধু একটি জিনিসই কাজ করছিল, ‘আরআরআরকে জিততে হবে। প্রতিটি ভারতীয়র গর্ব অবশ্যই আমাকে বিশ্বের সেরা জায়গায় নিয়ে যাবে।’

এর আগে গোল্ডেন গ্লোভ অ্যাওয়ার্ডে সেরা অরিজিনাল গানের পুরস্কার পেয়েছিল নাট্টু নাট্টু। এ গানটির দৃশ্যায়ন করা হয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাড়ির সামনে। এবারের অস্কারের মঞ্চে গানটি পরিবেশন করা হয়। 

রোববার রাতে নাটু নাটুর হাত ধরে দ্বিতীয় অস্কার পেয়েছে ভারত। এর আগে স্বল্পদৈর্ঘ্যে তথ্যচিত্র বিভাগে ভারতীয় সিনেমা ‘দ্যা এলিফেন্ট হুইসপারস’ অস্কার জিতে নেয়।

আর পরিচালক কার্তিকি গনসালভেসের ৪১ মিনিটের তথ্যচিত্র ‘দ্য এলিফেন্ট হুইসপারসে এক হাতির সাথে আদিবাসী দম্পতির মায়ার বন্ধনে জড়িয়ে যাওয়ার গল্প তুলে ধরা হয়েছে।

ডিএস/এসএম




ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন





সর্বশেষ সংবাদ  
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত  
ভারপ্রাপ্ত সম্পাদক : মিরাজুল ইসলাম
৭৯/২, নাজিরাবাজার লেন, বংশাল, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: ৮৮-০২-৪৭১২১১১১, ০১৯৭৪-৫৬৪৯৮৭, ই-মেইল : dhakastate.news@gmail.com
কপিরাইট © ঢাকা স্টেট সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft