অস্কারের সেরা অভিনেতা-অভিনেত্রী ফ্রেজার ও ইয়োহ
ঢাকা স্টেট ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ১১:১৫ এএম
|
![]() দ্য হোয়াল সিনেমার মাধ্যমে ৯৫তম অ্যাকামেডি অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ব্রেন্ডন ফ্রেজার। এ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন এলভিস ছবির অভিনেতা অস্টিন বাটলার, দ্য বানসিস অব ইনসেরিনের কলিন ফেরাল, দ্য হোয়ালের ব্রেন্ডন ফ্রেসার, আফটারসান ছবির পল মেসকাল এবং লিভিংয়ের বিল নাইগি। ব্রেন্ডন ফ্রেজার দ্য হোয়াল ছবিতে একজন ইংরেজি শিক্ষকের ভূমিকায় অভিনয় করেন। অপরদিকে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্সের মিশেল ইয়োহ। এশিয়া/ এশিয়ান বংশোদ্ভূত অভিনেত্রী হিসেবে তিনি এ সম্মান অর্জন করেছেন। সেরা অভিনেত্রীর ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন তার নামক ছবির অভিনেত্রী ক্যাট ব্লানচেট, ব্লন্ডের অ্যানা দে আরমাস, দ্য লেসলির আন্দ্রে রিসবোরো, দ্য ফ্যাবলমেনস ছবির মিশেল উইলিয়ামস এবং এভরিথিং এভরিহোয়ার অল এট ওয়ান্সের মিশেল ইয়োহ। ডিএস/এসএম |