স্বামীকে জেলে পাঠিয়ে রমজানে ওমরাহ করতে প্রস্তুত বলিউড নায়িকা
ঢাকা স্টেট ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ১২:৪৭ পিএম
|
![]() রমজান মাসে ওমরাহ পালন করতে চান বলিউডের জনপ্রিয় নায়িক রাখি সাওয়ান্ত ওরফে ফাতিম। যদিও তার করা মামলাতেই জেলে বন্ধী আছে তার স্বামী আদিল খান দুরানি। চলতি বছরের শুরুতে আচমকা এক মুসলিমকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণের খবর প্রকাশ্যে আনেন বলিউড অভিনেত্রী রাখি। এর পর মাস যেতে না যেতেই স্বামীর বিরুদ্ধে নির্যাতনসহ একাধিক অভিযোগ এনে জেলে আদিলকে জেলে পাঠান রাখি। এদিকে ইসলাম ধর্মের দৃষ্টিতে তাৎপর্যপূর্ণ রমযান মাসে ওমরাহ পালন করতে ভিসা পেতে চেষ্টা করছেন বলে জানিয়েছেন রাখি। সাম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাতকারে রাখি বলেন, ভিসা পাওয়ার চেষ্টা চালাচ্ছেন তিনি। তবে নিশ্চিত নন মক্কা যাওয়ার আইনি ছাড়পত্র পাবেন কিনা। তিনি বলেন, অতীত ভুলে জীবনে এগিয়ে যেতে চান তিনি। নিজেকে পাঁচ ওয়াক্ত নামাজি বলেও দাবি করেন তিনি। রাখি দাবি করেন, ‘আমি তো ইসলাম কবুল করেছি, দিনে পাঁচবার নামাজ পড়ি। ওপরওয়ালাই এখন আমার সব। খোদার ওপর বিশ্বাস রয়েছে। উনি চাইলে আমি নিশ্চয়ই রমজানে ওমরাহ করতে যাব’। তবে বাইতুল্লাহ ও মক্কা এলাকায় অমুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় রাখির ওমরাহর ভিসা পাওয়া নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এক্ষেত্রে আগে রাখির ভারতীয় পাসপোর্টে দেওয়া তথ্যে ধর্ম পরিবর্তন গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ভারতীয় এক কর্মকর্তা। ডিএস/এসএম |