শেরপুরে ঐতিহাসিক সূর্যদী গণহত্যা নিয়ে মঞ্চস্থ হচ্ছে 'সূর্যদীর গল্প'
জাহিদুল খান সৌরভ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৩:৫১ পিএম
|
![]() একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শেরপুর সদর উপজেলার ঐতিহাসিক সূর্যদী গণহত্যার ইতিহাস নিয়ে মঞ্চস্থ হতে যাচ্ছে নাটক 'সূর্যদীর গল্প'। জেলা পুলিশের উদ্যোগে নির্মিত এ নাটকটি সূর্যদী উচ্চ বিদ্যালয়ের হলরুমে আগামীকাল শনিবার (১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় মঞ্চস্থ হবে। আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। তিনি জানান, শেরপুরের মুক্তিযুদ্ধের ইতিহাস অনেক সমৃদ্ধ ও বর্ণিল। এ অঞ্চলে বেশ কয়েকটি বড় বড় যুদ্ধ ও গণহত্যা সংঘটিত হয়েছে। সেসব ঘটনাকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার প্রয়াসের অংশ হিসেবে জেলা পুলিশের আয়োজনে সূর্যদীর গল্প তুলে আনা হচ্ছে। জানা গেছে, 'সূর্যদীর গল্প' নাটকটির গবেষণা ও সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। রচনা করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরান আহম্মেদ পিপিএম ও শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া শিবু। সংবাদ সম্মেলনে জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ডিএস/এসএম |