শনিবার ১ এপ্রিল ২০২৩
১৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
 
বঙ্গবন্ধুর জন্মদিনে কেক কাটলেন ক্রিকেটাররা
সিলেট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৩:৫৩ পিএম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন উপলক্ষে কেক কেটেছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

কেক কাটার এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানসহ ক্রিকেট দল।

শুক্রবার (১৭ মার্চ) দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এ কেক কাটার আয়োজন করা হয়। সে সময়ে দলের পক্ষ থেকে কেক কাটেন নাজমুল হোসেন শান্ত।  

শনিবার (১৮ মার্চ) দুপুর ২টায় সিলেটে বাংলাদেশ-আয়ারল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচ মাঠে গড়াবে। সেজন্য গত ১৬ মার্চ সিলেট পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। আজ সকালে অনুশীলন শেষে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটে ক্রিকেটাররা। 

কেকের ওপরে বঙ্গবন্ধুর স্মরণে লেখা ছিল, ‘জাতি আজ স্মরণ করছে / তোমায় বিনম্র শ্রদ্ধায় / তুমি থাকবে চির অমর হয়ে / অনিঃশেষ ভালোবাসায়।’

প্রথম ওয়ানডের পরে আগামী ২০ ও ২৩ মার্চ সিলেটে বাকি দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সিলেট পর্ব শেষে ২৭, ২৯ ও ৩১ মার্চ চট্টগ্রামের সাগরিকায় হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর একমাত্র টেস্টটি মিরপুরে শুরু হবে ৪ এপ্রিল।

ডিএস/এসএম




ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন





সর্বশেষ সংবাদ  
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত  
ভারপ্রাপ্ত সম্পাদক : মিরাজুল ইসলাম
৭৯/২, নাজিরাবাজার লেন, বংশাল, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: ৮৮-০২-৪৭১২১১১১, ০১৯৭৪-৫৬৪৯৮৭, ই-মেইল : dhakastate.news@gmail.com
কপিরাইট © ঢাকা স্টেট সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft