চিনামূড়া উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৫:২২ পিএম
|
![]() নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চিনামুড়া লক্ষ্মী নারায়ণ উচ্চ বিদ্যালয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০২৩ পালিত হয়েছে।
![]() ![]() এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, মোঃ রফিক ইসলাম ভূঁইয়া, সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, মাও.মোঃ নুরুল আমিন, মোঃ ইসমাইল হোসেন, মোঃ মহাসিন আলম, মিসেস.মনোয়ারা বেগম, ফাতেমা বেগম,হাসিনা খানম, সাবিনা ইয়াসমিন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। ![]() ![]() আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর পরিবার ও দেশের স্বাধীনতা ছিনিয়ে আনতে সেই সকল নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাও.হাজী মোঃ নুরুল আমিন। জাহিদ আলম ইমন/ডিএস/এমএম |