শনিবার ১ এপ্রিল ২০২৩
১৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
 
চিনামূড়া উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৫:২২ পিএম
নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চিনামুড়া লক্ষ্মী নারায়ণ উচ্চ বিদ্যালয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০২৩ পালিত হয়েছে।


শুক্রবার (১৭ মার্চ) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য ছিল- আনন্দ শোভাযাত্রা, জাতির পিতার প্রতিকৃতি পুষ্প অর্পণ, শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা, চিত্রাঙ্গন প্রতিযোগিতা এবং আলোচনা সভা ও মিলাদ মাহফিল।


আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষক মোঃ জুয়েল সরকারের সঞ্চালনায়,সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ মনির হোসেন। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য, মোঃ জাহাঙ্গীর আলম সওদাগর, মোঃ রাকিবুল ইসলাম, মোছা.জ্যোৎস্না  বেগম।

এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, মোঃ রফিক ইসলাম ভূঁইয়া, সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, মাও.মোঃ নুরুল আমিন, মোঃ ইসমাইল হোসেন, মোঃ মহাসিন আলম, মিসেস.মনোয়ারা বেগম, ফাতেমা বেগম,হাসিনা খানম, সাবিনা ইয়াসমিন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ  শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ মনির হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বিশ্ব মানচিত্রে একটি নতুন দেশের জন্ম দেওয়া বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই ১৯৭১ সালে আসে বাংলাদেশের স্বাধীনতা। আনন্দঘন এই দিনে জাতির পিতার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। জন্মদিনে এই মহান নেতার আত্মার মাগফেরাত কামনা করছি এবং একই সাথে স্বাধীনতা সংগ্রামের সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।’


আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর পরিবার ও দেশের স্বাধীনতা ছিনিয়ে আনতে সেই সকল নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাও.হাজী মোঃ নুরুল আমিন।

জাহিদ আলম ইমন/ডিএস/এমএম




ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন





সর্বশেষ সংবাদ  
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত  
ভারপ্রাপ্ত সম্পাদক : মিরাজুল ইসলাম
৭৯/২, নাজিরাবাজার লেন, বংশাল, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: ৮৮-০২-৪৭১২১১১১, ০১৯৭৪-৫৬৪৯৮৭, ই-মেইল : dhakastate.news@gmail.com
কপিরাইট © ঢাকা স্টেট সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft