মসজিদুল হারামে ইমামতির ৪০ বছর পূর্ণ করলেন আল সুদাইস
ঢাকা স্টেট ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৬:২৮ পিএম
|
![]() পবিত্র মক্কায় অবস্থিত মসজিদুল হারামে নামায পড়ানোর দায়িত্বে ৪০ বছর পূর্ণ করেছেন আব্দুল রহমান আল-সুদাইস। গেল বুধবার এই গুরুত্বপূর্ণ দায়িত্বে ৪০ বছর পূর্ণ হয় তার। টুইটারে সৌদি দূতাবাসের প্রেস অ্যাটাচি ডক্টর নায়েফ আলোতাইবি মসজিদ আল হারামের ইমাম হিসেবে আল সুদাইসের প্রথম নামাজ পড়ানোর একটি ভিডিও শেয়ার করেন। এতে তিনি বলেন, ১৯৮৪ সালে দুটি পবিত্র মসজিদের প্রয়াত রক্ষক রাজা ফাহাদ বিন আবদুল আজিজ কর্তৃক জারি করা একটি রাজকীয় ডিক্রি দ্বারা মক্কার মসজিদ আল হারামের ইমাম হিসাবে নিযুক্ত করা হয়েছিল আল সুদাইসকে। তখন তার বয়স ছিল ২২ বছর। ১৯৮২ সালের (আরবি ১৪০৪ হিজরির সাবান) মে মাসে তিনি প্রথম মসজিদ আল হারামে নামাজ পড়ান। আরব নিউজের খবর অনুযায়ী, ড. আব্দুল রহমান আল সুদাইস ২০১২ সালের মে থেকে দুটি পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সির মন্ত্রী পদের সভাপতি ছিলেন। গ্র্যান্ড মসজিদের ইমাম এবং বিশিষ্ট ইসলামিক স্কলার আল-সুদাইস ১৯৬২ সালে রিয়াদে জন্মগ্রহণ করেন। তার সুরেলা কুরআন তেলাওয়াতের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিত। শুধু তা-ই নয় তার এই সুরেলা কণ্ঠ বিশ্বজুড়ে মুসলমানদের অনুপ্রাণিত করেছে। তিনি রিয়াদ সায়েন্টিফিক ইনস্টিটিউট থেকে ১৯৭৯ সালে শ্রেষ্ঠত্বের সঙ্গে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এর চার বছর পর, তিনি রিয়াদ-ভিত্তিক কলেজ অফ শরীয়াহ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন, যেখানে তিনি ইসলামিক আইনশাস্ত্রের মৌলিক বিষয় বিভাগের একজন প্রভাষক নিযুক্ত হন। বাইতুল হারামে ইমামতি পাশাপাশি ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাও করছেন সুদাইস। ১৯৮৮ সালে প্রতিষ্ঠানটির ইসলামী আইনশাস্ত্রে স্নাতকোত্তর অর্জন করেন পরে মক্কার উম্ম আল-কুরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন তিনি। এর আগে মাত্র ১২ বছর বয়সে পূর্ণ কোরআন শরীফ মুখস্ত করেন তিনি। ডিএস/এসএম |