সোনাগাজীতে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত আসামী জামাল গ্রেপ্তার
সোনাগাজী (ফেনী)প্রতিনিধিঃ
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৬:৫২ পিএম
|
![]() ফেনীর সোনাগাজীতে মাদক মামলায় এক বছর সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড,অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত ও অপর মাদক মামলায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত এবং ৩টি জিআর ওয়ারেন্টভুক্ত আসামী জামাল উদ্দিন কে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার(১৬মার্চ )রাতে সোনাগাজী মতিগঞ্জ ইউনিয়নের সৈয়দপুর গ্রামে সোনাগাজী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে আসামী জামাল উদ্দিন কে গ্রেপ্তার করেন। জামাল উদ্দিন মতিগঞ্জ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আব্দুল মান্নান ও দুলু বিয়ার ছেলে। সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মুঃ খালেদ হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন। এবং তাকে আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন। ইমন/ডিএস |