বঙ্গবন্ধুর জন্মদিন প্রসঙ্গে মানিকগঞ্জে যুবলীগের আলোচনা সভা
আমিনুল ইসলাম, মানিকগঞ্জ
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ২:৪০ পিএম
|
![]() জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মানিকগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশেষ আলোচনা সভা। আজ শনিবার (১৮ মার্চ) দুপুরে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জ জেলা যুবলীগের আহব্বায়ক আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে ও যুগ্ন আহব্বায়ক মাহবুবুর রহমান জনির সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা ডায়বেটিস সমিতির সাধারণ সম্পাদক আ ফ ম সুলতানুল আজম খান আপেল। এসময় জেলা যুবলীগের সদস্য সৌমিত্র সরকার মনা, সুবল সাহা,সামিউল আলীম রনি,মনিরুল ইসলাম খান মনি প্রমুখ উপস্থিত ছিলেন। ডিএস/এসএম |