শনিবার ১ এপ্রিল ২০২৩
১৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
 
ফুলবাড়ীতে ১৬০ টাকায় পুলিশ কনস্টেবল চাকরি; ১১ জনকে সংবর্ধনা
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৫:০৭ পিএম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ কনস্টেবল পদে ১৬০ টাকায় চাকরি পাওয়া ১১ জনকে সংবর্ধনা দিয়েছে ফুলবাড়ী থানা পুলিশ। শনিবার  সকাল সাড়ে ১১ টায় থানা কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের সংবর্ধনা দেয়া হয়।

 এ সময় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান সদ্য চাকুরী পাওয়া কনস্টেবলদেরকে ফুল দিয়ে বরণ করে নেন এবং মিষ্টিমুখ করান। অনুষ্ঠানে সদ্য চাকুরী পাওয়া  ১১ পুলিশ কনস্টেবলসহ থানায় কর্মরত পুলিশ সদস্য, সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।

পুলিশ কনস্টেবল পদে নির্বাচিত মাসুদ রানা, মেহেদী হাসান ও শাহ জালাল সবুজ জানান, ঘুষ ছাড়াই মেধা ও যোগ্যতার ভিত্তিতে মাত্র ১৬০ টাকায় চাকুরী পেয়ে আমরা সবাই আনন্দিত।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, এ উপজেলায় যারা পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন তারা সবাই মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকুরী  পেয়েছেন। এ জন্য তাদেরকে ফুল ও মিষ্টি দিয়ে বরণ করা হলো। ট্রেনিং শেষে কর্মস্থলে যোগদান করে তারা যেন সততা ও নিষ্ঠার সাথে মানুষের সেবায় নিয়োজিত থাকে বলে তিনি সবাইকে পরামর্শ প্রদান করেন।

ইমন/ডিএস




ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন





সর্বশেষ সংবাদ  
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত  
ভারপ্রাপ্ত সম্পাদক : মিরাজুল ইসলাম
৭৯/২, নাজিরাবাজার লেন, বংশাল, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: ৮৮-০২-৪৭১২১১১১, ০১৯৭৪-৫৬৪৯৮৭, ই-মেইল : dhakastate.news@gmail.com
কপিরাইট © ঢাকা স্টেট সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft