পটুয়াখালীতে বিতর্ক প্রতিযোগিতায় সরকারি প্রতিষ্ঠানই সেরা
পটুয়াখালী প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৫:১৪ পিএম
|
![]() পটুয়াখালীতে শিক্ষা বিস্তারে ও মেধা বিকাশে পটুয়াখালী পৌরসভার আয়োজনে স্কুল ও কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা-২০২২ এর স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে সরকারী গালর্স স্কুল আর কলেজ পর্যায়ে সরকারি কলেজ। আজ শনিবার (১৮ মার্চ) সকালে জেলা শিল্পকলা একাডেমীতে শহীদ স্মৃতি পাঠাগারের আজীবন সদস্য প্রাক্তন সভাপতি রাধেশ্যাম দেবনাথ এর সভাপতিত্বে পৌরসভার আয়োজনে স্কুল ও কলেজ পর্যায় বিতর্ক প্রতিযোগিতায় স্কুল পর্যায় " কোচিং প্রথা শিক্ষার্থীদেরকে শিক্ষাঙ্গন বিমুখ করছে" এ বিষয়ে প্রতিযোগিতায় পক্ষদল পটুয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। এ দলের দলনেতা ১০ম শ্রেনীর ছাত্রী তাসনিম ফেরদৌস সেরা বক্তা নির্বাচিত হয়েছে। এ চ্যাম্পিয়ন দলের অংশগ্রহনকারী অপর দুই শিক্ষার্থী হলেন সাইমা রিয়াজ প্রিয়ন্তি ও তানিসা তারানুম। এ প্রতিযোগিতায় রানার্স আপ বিপক্ষদল জেলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ। এ দলে অংশগ্রহনকারী তিন শিক্ষার্থী জিয়াউল হক রিদওয়ান, নাফিউন নিহার অনি ও ইসরাত জাহান মৌ। এছাড়া কলেজ পর্যায় "নারীর অধিকার প্রতিষ্ঠায় নারীর ভূমিকাই মুখ্য" শীর্ষক প্রতিযোগিতায় বিপক্ষদল পটুয়াখালী সরকারী কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। এ দলে অংশগ্রহনকারী শিক্ষার্থী হয়েছেন দলনেতা ফাতেমা তুজ জোহরা, মোঃ নাঈম খান ও মারিয়া ইসলাম উর্মি। এ প্রতিযোগিতায় রানার্স আপ পক্ষদলের সরকারী মহিলা কলেজের দলনেতা নিসরাত জেনীন লাম সেরা বক্তা নির্বাচিত হয়েছেন। এ দলে অংশগ্রহনকারী অপর দুই শিক্ষার্থী হলেন সিফাতী সাঈবীন প্রিয়ন্তী ও খন্দকার মাইশা। বিচারকের দায়িত্বে ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিভাগের প্রফেসর ড. আতিকুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. নুরুল আমিন, ডেপুটি রেজিষ্টার. ড.মোঃ আমিনুল ইসলাম টিটো ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ তারিকুল ইসলাম। উক্ত বিতর্ক প্রতিযোগিতার প্রধান সমন্বয়কারী ছিলেন পৌরসভার প্রাক্তন কাউন্সিলর চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি খন্দকার ফরহাদ জামান বাদল। আয়োজক কমিটির আহবায়ক পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর এস এম মতিন মাহমুদ জাহিদ সিকদার, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নাহিদা আক্তার পারুল, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এ কে এম কলেজের সাবেক অধ্যাপক মুস্তাফিজুর রহমান মিলন, পটুয়াখালী সরকারী মহিলা কলেজের প্রভাষক সানজিদা ইসলাম, স্কাই লার্ক স্কুলের অধ্যক্ষ জোবায়ের মামুন, খেলাঘরের আতিকুজ্জামান দীপু, জাবেদুল হক ইকবালসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ। |