শনিবার ১ এপ্রিল ২০২৩
১৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
 
ইমরান খানের বাসভবন ছাড়লো পুলিশ
ঢাকা স্টেট ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৬:০৭ পিএম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবন তল্লাশি অভিযান শেষ করেছে পুলিশ। অভিযান চলাকালীন ইমরান খানের সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পুলিশের অভিযান কাজে বাধা দেওয়া হয় বলে বেশ কিছু কর্মীকে গ্রেফতার করা হয়। 

ইসলামাবাদে তোশাখানা মামলায় হাজিরা দিতে যাওয়ার পর পাঞ্জাব পুলিশ ইমরান খানের জামান পার্কের বাড়িতে অভিযান শুরু করে। খবর জিওটিভির।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তাই সবাইকে সেখান থেকে চলে যেতে বলা হয়।

শনিবার ইমরান খান বাড়ি ছেড়ে বেরোনোর পরপরই পিটিআই কর্মীদের ওপর চড়াও হয় পুলিশ। দলটির শেয়ার করা ভিডিওতে জামান পার্কের ভেতর পিটিআই কর্মীদের ওপর পুলিশ বেধড়ক লাঠিচার্জ করতে দেখা গেছে।

ইমরান খান টুইটারে বলেছেন, আমি জানি, লন্ডন পরিকল্পনার অংশ হিসেবে তারা আমাকে গ্রেফতার করবে। তবু আমি আদালতে হাজির হতে যাচ্ছি।

মূলত বাড়ির সামনে সমর্থকদের ক্যাম্প সরিয়ে দিতেই পুলিশ এই পদক্ষেপ নেয়।

ডিএস/এবি





ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন





সর্বশেষ সংবাদ  
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত  
ভারপ্রাপ্ত সম্পাদক : মিরাজুল ইসলাম
৭৯/২, নাজিরাবাজার লেন, বংশাল, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: ৮৮-০২-৪৭১২১১১১, ০১৯৭৪-৫৬৪৯৮৭, ই-মেইল : dhakastate.news@gmail.com
কপিরাইট © ঢাকা স্টেট সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft