চিনামূড়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৬:৪২ পিএম
|
![]() কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ,চিনামূড়া লক্ষ্মী নারায়ণ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮মার্চ) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে অধ্যায়নরত প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়। ![]() বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি,বাংলাদেশ স্কাউট দাউদকান্দি উপজেলা শাখার কমিশনার ও আহমদ পাবলিশিং হাউস এর স্বত্বাধিকারী,মেজবাহ উদ্দিন আহমেদ পাশা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিট ঢাকার (ওসি)মোঃ নূরুল ইসলাম ভূঁইয়া,এন মোহাম্মদ গ্রুপের সিও মোঃ ওয়াহেদুজ্জামান মাসুম ভূঁইয়া,চশই উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ সোহেল রানা পাটোয়ারী ও মোঃ শরিফুল ইসলাম চিনামুড়া। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজবাহউদ্দিন আহমেদ পাশা বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত আধুনিক ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত ও পড়াশুনায় মনোযোগী হতে হবে। সুশিক্ষিত ও উন্নত জাতি গঠনে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক সহ সকলকে একযোগে কাজ করারও আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বক্তব্য তারা বলেন,প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে। এবং প্রতিমাসে ছাত্র/ছাত্রীদের লেখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করার জন্য শিক্ষকদের অনুরোধ করেন তারা। ![]() তিনি বলেন,উপজেলায় অন্যান্য বিদ্যালয়ের সাথে শিক্ষা,খেলাধুলা ও বিভিন্ন সময়ে বিতর্ক প্রতিযোগিতায় আমরা ভালো একটি অবস্থানে আছি। আমাদের প্রতিষ্ঠানের এই ধারাবাহিকতা আগামী দিনেও যাতে অব্যাহত থাকবে সে লক্ষ্যে পরিচালনা কমিটির সভাপতির নেতৃত্বে আমরা চেস্টা চালিয়ে যাচ্ছি বলে তিনি জানান। ![]() এসময অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,বিটেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া,মারুকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,শহীদুজ্জামান মাসুক ভূঁইয়া,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য,মোঃ জাহাঙ্গীর আলম সওদাগর, রাকিবুল ইসলাম,জ্যোৎস্না বেগম,বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আইয়ুব খান ভূইয়া,বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ মিজানুর রহমান ভূঁইয়া প্রমুখ। ![]() আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।পড়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাহিদ আলম ইমন/ডিএস/এমএম |