শনিবার ১ এপ্রিল ২০২৩
১৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
 
নারসিংদীতে ট্রেনে কাটা অজ্ঞাত ২ লাশ উদ্ধার
মাহাবুবুর রহমান, নরসিংদী প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৭:০৫ পিএম
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত হওয়া অজ্ঞাত এক পুরুষ ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 আজ শনিবার (১৮ মার্চ) সকালে পলাশ উপজেলার ঘোড়াশাল ফ্ল্যাগ ও টান ঘোড়াশাল রেলক্রসিং সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘোড়াশাল ফাঁড়ির উপপরিদর্শক (এস আই) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান , শনিবার সকালে ঘোড়াশাল রেলস্টেশন থেকে রেললাইনে হেঁটে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন এক নারী। পরে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়েন তিনি। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে একই ট্রেনে কাটা পড়ে ঘোড়াশাল রেলক্রসিংয়ে এক পুরুষ নিহত হন।

তিনি আরও জানান, শনিবার দুপুর ১২টার দিকে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। স্থানীয়রা ওই নারী ও পুরুষের পরিচয় শনাক্ত করতে পারেনি। 

ডিএস/এসএম




ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন





সর্বশেষ সংবাদ  
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত  
ভারপ্রাপ্ত সম্পাদক : মিরাজুল ইসলাম
৭৯/২, নাজিরাবাজার লেন, বংশাল, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: ৮৮-০২-৪৭১২১১১১, ০১৯৭৪-৫৬৪৯৮৭, ই-মেইল : dhakastate.news@gmail.com
কপিরাইট © ঢাকা স্টেট সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft