বালিয়াকান্দিতে সিসি ক্যামেরা উদ্বোধন অনুষ্ঠানে মত বিনিময় সভা
মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৯:০০ পিএম
|
![]() রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে সিসি ক্যামেরা উদ্বোধনের পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা। আজ শনিবার (১৮ মার্চ) বিকালে উপজেলার সোনাপুর বাজারে জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সিসি ক্যামেরা উদ্ধোধন করেন জেলা আ.লীগ সভাপতি ও রাজবাড়ী ২ আসেনর এমপি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী পুলশ সুপার সুমন কুমার সাহা,উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস নবাবপুর ইউপি চেয়ারম্যান বাদশা আলমগীর প্রমুখ। |