শনিবার ১ এপ্রিল ২০২৩
১৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
 
রাজবাড়ীতে ডিবি'র অভিযানে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৯:২৬ পিএম
রাজবাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)'র অভিযানে তরমুজসদৃশ প্যাকেট বানিয়ে অভিনব কায়দায় চার কেজি গাঁজা পাচারের সময় মামুন মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক হয়েছে। গ্রেপ্তারকৃত মামুন কুমিল্লার দেবিদ্বার উপজেলার জয়পুর গ্রামের কবির মিয়ার ছেলে।

আজ শনিবার (১৮ মার্চ) সকাল ১১টার দিকে জেলা সদরের বসন্তপুর রেল ক্রসিং এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বাসে তল্লাশির সময় ৪ কেজি গাঁজা জদ্বসহ তাকে আটক করা হয়। 


বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি  (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন,  রাজবাড়ী সদরের বসন্তপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করছিলেন তারা। এ সময় ফরিদপুরের ভাঙা থেকে-রাজবাড়ীগামী সততা পরিবহনের একটি বাস তল্লাশি চলাকালীন এক যাত্রীর হাতে তরমুজসদৃশ একটি প্যাকেট দেখা যায়। পুলিশের সন্দেহ হলে তাকে আটক করে প্যাকেটটি খুলে দেখা যায় তরমুজসদৃশ প্যাকেটটির মধ্যে চার কেজি গাঁজা। গাঁজার এ প্যাকেকটি কুমিল্লা থেকে মানিকগঞ্জের পাটুরিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল।

আটক মামুন মিয়ার বিরুদ্ধে সদর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। 

ডিএস/এসএম





ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন





সর্বশেষ সংবাদ  
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত  
ভারপ্রাপ্ত সম্পাদক : মিরাজুল ইসলাম
৭৯/২, নাজিরাবাজার লেন, বংশাল, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: ৮৮-০২-৪৭১২১১১১, ০১৯৭৪-৫৬৪৯৮৭, ই-মেইল : dhakastate.news@gmail.com
কপিরাইট © ঢাকা স্টেট সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft