শনিবার ১ এপ্রিল ২০২৩
১৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
 
প্রতিশ্রুতির প্রতিদান দিচ্ছেন ঢাকা দক্ষিণের সাঈদ খোকন
জাহিদ আলম ইমন
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ১১:১১ পিএম
বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন মেয়রের দায়িত্বে থাকাকালীন বলেছিলেন ’আমি মেয়র থাকি আর না থাকি, গরিব অসহায় হতদরিদ্রদের সঙ্গে থাকব, সুখে-দুঃখে ঢাকাবাসী আপনাদের পাশে থাকব।

তিনি তাঁর দেয়া সেই প্রতিশ্রুতি রেখেছেন। তাইতো মেয়রের দায়িত্বে না থাকাকালেও তাঁর বাবার স্মৃতিবিজড়িত সংগঠন, মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের অসহায়-দুস্থ হতদরিদ্রদের পাশে দাঁড়িয়ে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে যাচ্ছেন ঢাকা দক্ষিণের এই প্রাণপুরুষ।

আসন্ন রমজানকে সামনে রেখে সাঈদ খোকনের নির্দেশে,বিভিন্ন ওয়ার্ডে অসহায়-দুস্থ হতদরিদ্রদের খুঁজে খুঁজে তাদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করে যাচ্ছেন,মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন। 


ফাউন্ডেশনের পক্ষ থেকে চলমান মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রতিদিনের মত শনিবার (১৮ই মার্চ) রাত ১০ টার দিকে ঢাকা দক্ষিণের ৩৯ নম্বর ওয়ার্ডের আওতাধীন, টিকাটুলীর এন টি আর হাসপাতালের সামনে পঞ্চম দিনের মতো দুইশ’ পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে  মিনিকেট চাল ১০ কেজি, পোলাও চাল ২ কেজি, সয়াবিন তেল ২ লিটার, সরিষার তেল ২৫০ গ্রাম, পেঁয়াজ ২ কেজি, আলু ৫ কেজি, ঘি ১০০ গ্রাম, সেমাই ২০০ গ্রাম, ছোলা ১ কেজি, খেজুর ২৫০ গ্রাম, চিনি ১ কেজি, লবণ ১ কেজি, লাক্স সাবান ১টি, দুধ ২০০ গ্রাম, মসুরের ডাল ২ কেজি। মোট ৩২ কেজি সামগ্রীর বস্তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা ও সাংগঠনিক সচিব মো. হাবিবুল ইসলাম সুমনের সঞ্চালনায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে ফাউন্ডেশনের সমন্বয়কারী হাজী হাফিজ, মোহাম্মদ সাজেদ, মোহাম্মদ সাদেক মিঠু, মোখলেসুর রহমান রোমেল, হাজি বাবু ভূঁইয়া, মো. ফয়সাল শেখ, মো. সালাউদ্দিন তুহিন, মো. শাহাদাত হোসেন মিকো, ওর্য়াড সমন্বয়কারী পারুল আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন।


খাদ্যসামগ্রীর বস্তা পেয়ে চোখ ছলছল করলেও মুখে তৃপ্তির হাসি ছিল ফিরোজা, রেহেনা, আখী বেগমের। তারা বলেন, এবারের রোজার মাসটা অন্তত পেট ভরে খাইমু, আল্লায় আমাগো গরিবের সাঈদ খোকনেরে ভালা খরউক্কা।

৩৯ নম্বর ওয়ার্ডের খাদ্যসামগ্রী বিতরণকালে  ফাউন্ডেশনের সমন্বয়কারী ও মেয়র মোহাম্মদ হানিফ পরিবারের অন্যতম সদস্য মোহাম্মদ সাদেক মিঠু বলেন, মেয়র হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন  ২০০৯ সাল থেকে ঢাকা দক্ষিণবাসীর জন্য  বিভিন্ন সেবামূলক সাহায্য-সহযোগিতা দিয়ে আসছে। আমরা বিগত এক বছরে এই এলাকার প্রায় ৪০ হাজার মানুষকে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করেছি, সঙ্গে ৯০০ রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন করিয়েছি। বিগত রমজানেও সংগঠনের চেয়ারম্যান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ সাঈদ খোকনের পক্ষ থেকে নিঃস্ব-দুস্থ পরিবারের মাঝে মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। আমাদের দরিদ্র পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।


এর আগে পবিত্র রমজান উপলক্ষে গত ৮ই মার্চ পুরান ঢাকার বংশালের সুরিটোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনটির চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের প্রায় ৭ হাজার পরিবারের মাঝে পর্যায়ক্রমে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

 ইমন/ডিএস




ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন



আরও খবর


সর্বশেষ সংবাদ  
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত  
ভারপ্রাপ্ত সম্পাদক : মিরাজুল ইসলাম
৭৯/২, নাজিরাবাজার লেন, বংশাল, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: ৮৮-০২-৪৭১২১১১১, ০১৯৭৪-৫৬৪৯৮৭, ই-মেইল : dhakastate.news@gmail.com
কপিরাইট © ঢাকা স্টেট সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft